Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রেমিকার সঙ্গে অভিমান করে ছাত্রলীগ নেতার ‘আত্মহত্যা’!

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৯, ৫:০৩ পিএম

বিশ্বনাথ উপজেলায় প্রেমিকার সঙ্গে অভিমান করে শিপন আলী (২৫) নামে ছাত্রলীগের এক নেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে।
তিনি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্যাকাপন গ্রামের ফজর আলীর ছেলে।
সোমবার (১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা সদরের টিএনটি রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য জানান, শিপন সোমবার রাতে এক বন্ধুর বাসায় খাবার খেয়ে তার বোনের বাসায় যায়। বোনের বাসা খালি থাকায় রাতে একাই ছিলেন তিনি। পরে মোবাইল ফোনে তার প্রেমিকার সাথে কথা বলতে বলতে একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাত সাড়ে ১১টায় একটি অপরিচিত নাম্বার থেকে শিপনের ভাই লিটন মিয়াকে একটি মেয়ে ফোন করে শিপনের আত্মহত্যার খবর জানায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুলিশ বাসার দরজা ভেঙে শিপনকে উদ্ধার করে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মূসা বলেন, ময়নাতদন্তের জন্য তার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।



 

Show all comments
  • মোঃআকবর হোসাইন ১ অক্টোবর, ২০১৯, ৫:৫১ পিএম says : 0
    সাবাস প্রেমিক বর!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ