Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেশি আয়ের লোভে বেপরোয়া ছিলেন চালক

বাসের চাপায় ফারহা নাজের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাজধানীর বনানীতে বেপরোয়া বাসের চাপায় মোছা. ফারহা নাজের মৃত্যুর ঘটনার ২৩ দিন পর গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকালে মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। কাফরুলের কচুক্ষেতে বসবাসরত শামীমের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখিপুরে। আদালত সূত্র জানায়, গতকাল শনিবার গ্রেফতার শামীম ছৈয়ালকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) এসআই রকিবুল হাসান এ তথ্য জানান।

ডিবি বলছে, ৪ হাজার টাকার বেশি আয় করতে বেপরোয়া বাস চালিয়ে ফারহানাজকে হত্যা করে শামীম। ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস নামের ওই বাসটি ঢাকা থেকে ভৈরব রুটে চলার কথা থাকলেও প্রতিদিন ৫০০ টাকা ঘুষ দিয়ে মিরপুর-১৪ থেকে বনানী রুটে চলাচল করত।
ডিবি উত্তরের ডিসি মশিউর রহমান বলেন, গত ৯ সেপ্টেম্বর সকালে বনানীর আমতলীর ফুটপাথে ক্যান্টনমেন্ট মিনি সার্ভিস বাসের চাপায় ফারহানাজের মৃত্যু হয়। এ ঘটনায় ফারহানাজের স্বামী নাজমুল হাসান বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। ফারহানাজ বনানীর মহাখালীতে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। তার তাহরিন হাসান ইশরা নামে দেড় বছর বয়সী এক সন্তান রয়েছে। স্বামী-সন্তানকে নিয়ে তিনি মিরপুরের মণিপুর এলাকায় থাকতেন। দুর্ঘটনার পর শামীম তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। সব আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে।

বাসটি চালানোর জন্য ঢাকা-ভৈরব রুটের অনুমোদন ছিল। কিন্তু বাসটির মালিক ঢাকা ক্যান্টমেন্ট মিনি সার্ভিস ব্যানারে মিরপুর-১৪ থেকে বনানী-কাকলি রুটের পরিচালনা কমিটিকে প্রতিদিন ৫০০ টাকা ঘুষ দিয়ে বাসটি চালাতেন। প্রতিদিন ৪ হাজার টাকা আয় হলে ৭০০ টাকা পেতেন শামীম। এর বেশি আয় করলে তিনি হাজারে ১০০ টাকা পেতেন। শামীমের চিন্তা ছিল আগে যেতে হবে, বেশি যাত্রী নিতে হবে, ৪ হাজার টাকার বেশি আয় করতে হবে। আর এই বেশি আয়ের চিন্তা থেকে অতিরিক্ত যাত্রী নিতে গিয়ে বেপরোয়া বাস চালিয়ে ফুটপাথে উঠিয়ে দিয়ে ফরহানাজকে হত্যা করে শামীম।



 

Show all comments
  • জিন্নাতারা ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৬ এএম says : 0
    আহ! কি সুন্দর একটা দম্পত্তিকে এভাবেই শেষ করে দিলো। কঠোর শাস্তি দাবি করছি।
    Total Reply(0) Reply
  • মোঃ নাজমুল ইসলাম ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৭ এএম says : 0
    ওদের কাছে মানুষের জীভনের চেয়ে সামান্য কয়টা টাকার মূল্য অনেক অনেক বেশি।
    Total Reply(0) Reply
  • মুক্তিকামী জনতা ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৭ এএম says : 0
    ওর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর জানে কেউ এই সাহস না দেখায়।
    Total Reply(0) Reply
  • Nsnnu chowhan ২৯ সেপ্টেম্বর, ২০১৯, ৯:৩৮ এএম says : 0
    Eai vabe chukti vittiq je chalok joto beshi income korbe tar percentage aro bere jabe eaita maliker jonno driver jonno valo kintu shomoshsha hochse oshikkhito chalokra eai percentage beshir ashai tara emon beporoa gari chalia khep beshi dite gia ohoroho eak eakta poribarke atim koria detese,eai oshikkhito chalokra ayn kanuner kono toakka korena,eai karone chalok o maliker eai dhoroner chukti ayner maddhome bondho kora o kothin shastir mukha mukhi korar bebosta korar abedon janai.....
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ