Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় আসছেন পেলে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ব্যাপারটা এখনো প্রাথমিক পর্যায়ে, তবে সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ঢাকায় দেখা যেতে পারে ফুটবলের প্রবাদপুরুষ পেলেকে। তাঁকে দুই দিনের সফরে ঢাকায় নিয়ে আসছে ‘চল খেলি’ নামের এক সংগঠন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ঢাকায় আনা হচ্ছে বলে চল খেলি ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্রাস্টের চেয়ারম্যান আশিক রহমান গণমাধ্যমকে জানান, স্বাধীন বাংলা ফুটবল দলকে সম্মান জানাতে পেলেকে বাংলাদেশে ডাকা হচ্ছে। আগামী অক্টোবরে তিনি দুই দিনের সফরে ঢাকায় আসবেন। তার সফর উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচের আয়োজনও করা হবে। স্বাধীন বাংলা ফুটবল দল অ্যান্ড ফ্রেন্ডস ও ফুটি হ্যাগস অ্যান্ড ফ্রেন্ডস ওই ম্যাচে অংশ নেবে, ‘একজন কমান্ডার, ৩৫ জন ফুটবল যোদ্ধা- ১৯৭১ সালের ১৩ জুন তারাই গড়েছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। পরাধীন বাংলার প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তারা। সেই যোদ্ধাদের সম্মান জানাতে ‘চলো খেলি ট্রাস্ট’ কিংবদন্তী পেলেকে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিয়েছে।’

এ ব্যাপারে বাফুফের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘এই মুহূর্তে আমাদের পক্ষে বিস্তারিত জানানো সম্ভব নয়। তবে শুনেছি চল খেলি নামের ট্রাস্টি পেলেকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক কখন পেলে ঢাকায় আসবেন, সেটা এখনো ঠিক হয়নি। পেলে ঢাকায় এসে স্বাধীন বাংলা ফুটবল দলের সঙ্গে সময় কাটাবেন, স্বাধীন বাংলা দলকে সংবর্ধনা দেবেন শুনেছি।’
পেলে এলে তিনিই হবেন ঢাকায় পা রাখা সবচেয়ে বড় ফুটবলার। এর আগে বিশ্বকাপজয়ী ফুটবলার জিনেদিন জিদান ঢাকায় এসেছিলেন। ২০১১ সালে ঢাকায় খেলে গেছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। মাঝে ডিয়াগো ম্যারাডোনা আসার কথা জানালেও পরে আসতে পারেননি। এবার কিংবদন্তী ফুটবলার পেলে আসার খবরটি দেশের ফুটবল সমর্থকদের বাড়তি প্রেরণা দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেলে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ