Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

দুই দিনের রিমান্ডে লোকমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৯, ৪:২৩ পিএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে মাদক মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনসারী।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে এ রিমান্ড দেওয়া হয়।

এর আগে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বাসায় অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশি মদসহ তাকে আটক করে র‌্যাব। মাদকের বিষয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ক্যাসিনো থেকে উপার্জনের বিষয়টি ওঠে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লোকমান র‌্যাবকে তার ৪১-৪২ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ দিয়েছেন। অস্ট্রেলিয়ার ব্যাংকে তিনি গত মাসে ২৬ হাজার ডলার পাঠিয়েছেন। প্রতি ৪ মাস পর পর তিনি সেখানে ১২ হাজার ডলার করে পাঠান।

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, প্রকৃত সম্পদের চেয়ে তিনি র‌্যাবের কাছে সম্পদের হিসাব কম দেখিয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে। অস্ট্রেলিয়াতে তার ছেলে পড়াশোনা করে। সেখানে তার নামেও ব্যাংক হিসাব আছে। সেখানেও লোকমানের মোটা অংকের অর্থ থাকতে পারে। অবৈধ আয়ের একটি বড় অংশ টাকা অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ও এএনজেড ব্যাংকে রাখা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ