Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিকশাচালককে গুলি করে হত্যা: যুবলীগ নেতা আনোয়ার ৩ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম

পাবনার ঈশ্বরদীতে গত ৪ জানুয়ারি রিকশাচালক মামুন হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা আনোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন এই মামলার আরেক আসামি ঈশ্বরদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের ভাই। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আনোয়ার হোসেন।

ঈশ্বরদী পৌরসভার পশ্চিম টেংরি এলাকায় গত ৪ জানুয়ারি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় ২টি গ্রুপের মধ্যে বাগ্‌বিতন্ডা ও ধস্তাধস্তির মধ্যে আনোয়ার হোসেনের গুলিতে রিকশাচালক মামুন হোসেন নিহত ও আরও ২ জন আহত হন বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনায় নিহত মামুনের মা লিপি বেগম বাদী হয়ে কামাল উদ্দিন ও তার ভাই আনোয়ার হোসেনসহ ৩-৪ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গত শুক্রবার কামাল উদ্দিন ও তার ভাতিজা হৃদয় হোসেন র‌্যাবের হাতে আটক হন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরবিন্দ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ঈশ্বরদী থানা পুলিশের একটি দল আরামবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে আনোয়ারকে গেপ্তার করে।

ওসি বলেন, 'আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আজ বৃহস্পতিবার আদালত তা মঞ্জুর করেছেন।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিমান্ড

২৯ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ