প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ পাল পাল সে দিল কে পাস
২ ড্রিম গার্ল
৩ প্রস্থানম
৪ ছিছোড়ে
৫ দ্য জোয়া ফ্যাক্টর
পাল পাল সে দিল কে পাস
তরুণ করণ সেহগাল (করণ দেওল) মানালিতে ‘ক্যাম্প উঝি’ নামে একটি বিশেষায়িত ট্রেকিং কোম্পানি চালায়। পর্যটকদের কাছে তার প্রতিষ্ঠানটি খুব প্রিয়, বিশেষ করে সেলিব্রিটিরা করণের এই প্রতিষ্ঠানটিকে বেছে নেয় হিমাচলে ট্রেকিং করতে চাইলে। অন্যদিকে ভারতের বিখ্যাত ভøগার সাহের সেঠি (সাহের বাম্বা) দিল্লিতে বসে মানালিতে পারিবারিক পুনর্মিলনের পরিকল্পনা করে। এক কাজে দুই কাজ হয়ে যাবে, ‘ক্যাম্প উঝি’ নিয়ে তার বøগে রিভিউ করাও হয়ে যাবে মানালি ট্রিপে। সে জানে ‘ক্যাম্প উঝি’ খুব জনপ্রিয় কিন্তু তার বিশ্বাস হয় না যতটা শুনেছে তার পুরোটা সত্য। সাহেরের উদ্দেশ্য হল ‘ক্যাম্প উঝি’ আসলে অন্তঃসার শূন্য তা প্রমাণ করা। করণকে ভুয়া প্রমাণ করার জন্য অনেক চেষ্টা করে সে, কিন্তু নিজের অজান্তে তার প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।