Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউখালীতে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহযোগিতায় গতকাল সকালে উপজেলার জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউসে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়্যারিং পরিদর্শক আ. করিম মিয়া, বিশেষ অতিথি ছিলেন কাউখালী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শামীম আহম্মেদ। এর আগে মুক্তারকাঠি, দক্ষিণ কেউন্দিয়া, আমরাজুড়ী, মাগুরা, চিরাপাড়া, শিয়ালকাঠিসহ উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, আমাদের এ উঠান বৈঠক সমগ্র বাংলাদেশে একদিনে অনুষ্ঠিত হচ্ছে। ৪৬১টি উপজেলার মধ্যে ইতোমধ্যে ৩৪০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এর মধ্যে কাউখালী উপজেলা রয়েছে। আগামী জুন মাসের মধ্যে বাকি ১২১টি উপজেলাকেও শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।

বক্তারা গ্রাহকদের উদ্দেশে আরো বলেন, আমাদের এ উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে, গ্রাহক হয়রানি নির্মূল ও দালাল প্রতিরোধের মাধ্যমে উত্তম গ্রাহক সেবা প্রদান, নিরবচ্ছিন্ন ও মান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ, রাইট-অফ-ওয়ে বাস্তবায়ন, পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ চুরি, পার্শ্ব সংযোগ হ্রাসকরণ ও বৈদ্যুতিক দুর্ঘটনা প্রতিরোধ করা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ