পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : আসন্ন কাউখালী উত্তর বাজার ব্যবসায়ীদের নির্বাচনে দীর্ঘদিন যাবৎ তেমন কোন কমিটি ছিল না। আহ্বায়ক কোন রকমের একটি কমিটি ছিল। হঠাৎ করে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের কাউখালী বাজার পরিদর্শন করে দেখেন বাজারটির বেহাল দশা। ড্রেনের পানি জমা, মুরগি বাজারের নোংরা অবস্থা। মাছ বাজার ও তরকারি বাজারের অবস্থা আরও করুণ দেখে থানায় বাজার কমিটির পুরানো ব্যবসায়ীদের নিয়ে একটি চা চক্রের দাওয়াত দেন। ব্যবসায়ীরা তার কথায় সাড়া দেন এবং নির্বাচনের বিষয়ে আলোচনা করেন। সেই থেকে নির্বাচন শুরু করেন। রাতদিন ও বিকালে নির্বাচনে ঝড় বয়ে যাচ্ছে। ভোটারদের দোকানে দোকানে বাড়ীতে বাড়ীতে আত্মীয়দের বাড়ীতে দোয়া ও আশীর্বাদ চাচ্ছে। ব্যবসায়ীদের উদ্দেশ্য হল সৎ ও যোগ্যতা অনুসারে জয়যুক্ত করবেন উপযুক্ত প্রার্থীকে বেছে নিবেন ভোটের মাধ্যমে। সভাপতি নির্বাচন করছেন তিনজন প্রার্থী শাহ মো: কাইয়ুম, মো: রেজাউল করিম রতন ও বিপুল সাহা। সাধারণ সম্পাদক পদে তিনজন অলক কর্মকার, জাকির হোসেন নশু, সজল দত্ত। এই নির্বাচনে উছিলায় ব্যবসায়ীরা একটু হাঁটা চলাও করছে। যে সারাদিন দোকানে বসে বসে ঝিমাচ্ছে ছিল। তাই এখন আর দম ফুরানোর ফুসরত নেই। উত্তর বাজারের ব্যবসায়ীরা হাসিখুশি মনে দেখা সাক্ষাৎ করছেন ভোটারদের সাথে। আনন্দ বয়ে যাচ্ছে চায়ের দোকানে। আহ্বায়ক কমিটির সভাপতি সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি আবু মাহম্মুদ ফরিদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন এবং কমিটির খুব সতর্কভাবে নির্বাচন চালিয়ে যাচ্ছে। ভোটগ্রহণ করা হবে কাউখালী থানার পার্শ্ববর্তী প্রাথমিক শিক্ষা সমিতির হলরুমে এবং নিরাপত্তায় থাকবে অতিরিক্ত পুলিশ। উল্লেখ্য, এই নির্বাচনের ভোটগ্রহণ আগামী ০১ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে প্রায় ৫শ’ ব্যবসায়ী ভোট প্রদান করবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।