বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : কাউখালী উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুককে গত শুক্রবার হত্যার হুমকি দিয়ে আইএসএর নামে চিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে জানা যায়। ইমাম জানান, শুক্রবার মসজিদের দোতালার দরজা খুললে মসজিদের মোয়াজ্জেম ইমামের নামে একটি চিঠি দেখতে পান। যাতে লেখা ছিল “তোমরা বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হোক চাও না। তোমরা জিহাদের আলোচনা থেকে বিমুখ। সুতরাং তোমাকে হত্যা করা শরিয়তশুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। খুব শীঘ্রই তোমাকে তোমার রুমেই জবাই করে হত্যা করা হবে। আইএস বরিশাল রেঞ্জ, কাউখালী শাখা।” হুমকির কারণ হিসেবে ওমর ফারুক জানান, সম্প্রতি বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে এক বিশেষ আইন-শৃঙ্খলা সভায় তিনি কোরআন হাদিসের আলোকে আইএস, আহলে হাদিসসহ বিভিন্ন জঙ্গিবিরোধী কঠোর বক্তব্য প্রদান করেন। তিনি নিরস্ত্র ও নিরীহ মানুষকে যারা হত্যা করে তাদেরকে হত্যা করার বিধান কোরআনে রয়েছে। আইএস কোনো ইসলামিক দল হতে পারে না। এই জাতীয় বক্তব্যের কারণেই এই হুমকি দেয়া হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে কাউখালী থানার এসআই ওসমান গণি জানান, বিষয়টি তারা গুরুত্বের সাথে খতিয়ে দেখছেন এবং ইমাম ও মসজিদের নিরাপত্তার জন্য মসজিদে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।