Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাউখালীতে মাদককারবাবি গ্রেফতার

কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাড়ে আট হাজার পিস ইয়াবা ও দুই লাখ চার হাজার পাঁচশত টাকাসহ তিন মাদককারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার দুপুরে উপজেলার মধ্য শিয়ালকাঠি গ্রামে খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- খলিলুর রহমানের স্ত্রী শারমিন আক্তার ছেলে মেহেদী হাসান মুন্না, মেয়ে ইকতার জাহান তিশা। এ সময় আরেক ছেলে সাইফুল ইসলাম পাবেল পালিয়ে যায়। অভিযানের নেতৃত্ব থাকা পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল কাদের জানান, কিছুদিন আগে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পিরোজপুরের কাউখালী উপজেলার মধ্য শিয়ালকাঠী গ্রামে খলিলুর রহমানের বাড়িতে ইয়াবা বিক্রি করে। কয়েকদিন ধরে খবর নেওয়ার পরে জানতে পারি গতকাল বুধবার দিন অভিযান চালালে তাদেরকে বাড়ি পাওয়া যাবে। আমাদের একটি টিম স্থানীয় লোকজনদের নিয়ে তাদের উপস্থিতিতে বাড়িটি ঘেরাও করে সকলের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটা পলিথিনের ভিতর থেকে সাড়ে আট হাজার পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির দুই লাখ চার হাজার পাঁচশত টাকা জব্দ করি। এসময় ঘরে থাকা তিন জন আসামিকে আটক করি এবং একজন জানালা থেকে পালিয়ে যায়। এ বিষয় কাউখালী থানা একটি মাদক মামলায় আসামিদের কোট হাজতে চালান দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাউখালীতে মাদককারবাবি গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ