Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। কমিশনে আরও দুইজন রয়েছেন। তারা হলেন-পীরজাদা হারুন ও বিএইচ নিশান। ইলিয়াস কাঞ্চন বলেন, শিল্পী সমিতির নির্বাচনে আমাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হওয়ায় আমার কাজের চাপ বেড়ে গেল। কারণ অক্টোবরজুড়ে নিরাপদ সড়ক ইস্যুতে প্রচুর ব্যস্ততা রয়েছে। তবে আশা করি, সবার আস্থা নিয়ে দায়িত্বটি পালন করতে পারবো। এদিকে ৪ অক্টোবর বিগত দুই বছরের সমিতির কাজের হিসাব-নিকাষের ওপর প্রতিবেদন পেশ করা হবে।। ওই দিন সমিতির ২১টি পদের নির্বাচনী তফসিলও ঘোষণা করা হবে। এবারের নির্বাচনেও মিশা সওদাগরকে সভাপতি করে সাধারণ স¤পাদক প্রার্থী হবেন জায়েদ খান। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীকে সভাপতি করে তৈরি হচ্ছে আরেক প্যানেল। মৌসুমীর সঙ্গে সাধারণ স¤পাদক কে হবেন তা এখনও নিশ্চিত নয়। তবে আরেকটি প্যানেলের জোর সম্ভাবনা রয়েছে। শাকিব খান ও ডি এ তায়েবকে নিয়ে একটি প্যানেল হওয়ার কথা রয়েছে। যদি তাই হয়, তবে সমিতির নির্বাচনে অনেক হিসাব-নিকাষ উল্টে যেতে পারে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিল্পী সমিতির নির্বাচন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ