প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হবেন একসময়ের চিত্রনায়ক শাকিল খান। তিনি নির্বাচন করবেন ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেলের হয়ে। শাকিল খান চলচ্চিত্র থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন। ব্যবসা ও রাজনীতি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি জড়িত। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন। শিল্পী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে তিনি বলেন, আমি খুব খুশি হয়েছি ইলিয়াস কাঞ্চন ভাই সভাপতি হিসেবে নির্বাচন করছেন। তিনি আমাদের চিলচ্চিত্রে সবার প্রিয় মানুষ, আমাদের যোগ্য অভিভাবক। আমিও নির্বাচনে আসছি। সম্প্রতি সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন ভাই বলেছেন, শিল্পীদের কাজের ব্যবস্থা করবেন। সবাইকে নিয়ে আবার চলচ্চিত্রকে কীভাবে আগের জায়গায় নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করবেন। আমার এই কথা শুনে ভালো লেগেছে। শাকিল বলেন, এই প্যানেলে রিয়াজ- ফেরদৌসরা আছে, এই প্রজন্মের সাইমন, নিরব, ইমনরা আছে। তাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি। আশা করছি ভালো কিছু করতে পারবো সবাই মিলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।