প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচিত বর্তমান কমিটির দায়িত্ব। এরপরই নব্বই দিনের মধ্যে নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক এই নির্বাচনে সভাপতির পদে লড়বেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত খল অভিনেতা মিশা সওদাগর। এ ব্যাপারে মিশা বলেন, আগামী নির্বাচনে সভাপতি পদে লড়ার ইচ্ছে ছিল না। ঘনিষ্টজনরা চাচ্ছেন আমি নির্বাচন করি। এজন্য ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন করবো। তিনি বলেন, আমি নিজেকে যোগ্য মনে করি। চলচ্চিত্রের দুর্দিনে পাশে থেকেছি। অনেকদিন ধরেই শিল্পী সমিতির নানা দায়িত্বের সঙ্গে জড়িত ছিলেন। সহ-সভাপতি হিসেবেও কাজ করছেন, সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছি। এবার অতীতের সেই অভিজ্ঞতাই নতুন করে কাজে লাগাতে চাই। উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির বর্তমান কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে চিত্রনায়ক শাকিব এবং সাধারণ সম্পাদক অমিত হাসান নির্বাচিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।