Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জায়েদ খানের প্রার্থিতা বাতিল হাইকোর্টে স্থগিত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আপিলে যাচ্ছেন নিপুণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে দেয়া আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না-এই মর্মে রুল জারি করা হয়েছে। জায়েদ খানকে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ারও নির্দেশনা দেয়া হয়। জায়েদ খানের করা রিটের প্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এক সপ্তাহের মধ্যে আপিল বোর্ড সদস্যদের রুলের জবাব দিতে হবে। রিটের পরবর্তী শুনানি ১৫ ফেব্রুয়ারি।

জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। চিত্রনায়িকা নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানিতে অংশ নেন।
আদেশের বিষয়ে অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের বলেন, আদালত জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। পাশাপাশি জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে তার কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন আদালত।
এর আগে সকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেন জায়েদ খান।
এদিকে জায়েদ খানের পক্ষে দেয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করছেন চিত্রনায়িকা নিপূণ। তার আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার আপিল ফাইল করবো।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। এর ফলে তাকে হারাতে হয় পদ। গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভা শেষে এ সিদ্ধান্ত দেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।
গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। পরদিন ২৯ জানুয়ারি প্রতিদ্বন্দ্বীপ্রার্থী নিপূণ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে আবেদন করলে তদন্ত শেষে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ