বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়নহাট রেঞ্জের সংরক্ষিত বনাঞ্চলে গাছ ও পাহাড় কর্তনের অভিযোগে বন মামলায় কারাগারে গেছেন হালদাভ্যালী চা বাগানের সহকারী ব্যবস্থাপক রাজিব আহম্মদ রানা। শুনানি শেষে গতকাল (মঙ্গলবার) বন আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। রাজিব আহম্মদ রানা ফটিকছড়ি উপজেলার টেক বাড়িয়া চা বাগান এলাকার মৃত আবদুর রাজ্জাকের পুত্র।
ফরেস্ট রেঞ্জার উত্তম কুমার দত্ত জানান, গত ২২ জুন রানার নেতৃতে সংরক্ষিত বনাঞ্চলে গাছ ও পাহাড় কেটে ভ‚মি জবরদখলের চেষ্টা করে। খবর পেয়ে নারায়নহাট রেঞ্জের বিশেষ টহল দলের উপস্থিতি টের পেয়ে রানা দলবলসহ চা বাগানে আত্মগোপন করে। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন আছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. বখতিয়ার নুর সিদ্দিকী ইনকিলাবকে জানান, সংরক্ষিত বনাঞ্চলের গাছ ও পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।