Inqilab Logo

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১, ২২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সব জালেমের মোকাবিলায় মজলুমের পক্ষে তুরস্ক

আমরাও জম্মু ও কাশ্মীরি জনগণের দুঃখ কষ্টের অংশীদার -এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, কাশ্মীরি জনগণের কষ্ট আমাদের ব্যথিত করেছে। যুক্তরাষ্ট্রে তুর্কি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এরদোগান এ কথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ থাকাটা বোবা শয়তানের কাজ। যদি বিশ্বের সবাইও চুপ থাকে, তবুও আমরা কথা বলবো। তুরস্ক সব জালেমের মোকাবিলায় মজলুমের পক্ষে রয়েছে। এসময় তিনি রাস‚ল (সা.)-র একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কাশ্মীরী জনগণের দুঃখ-কষ্টের আমরাও অংশীদার। তাদের ব্যথা আমাদের ব্যথিত করে। এরদোগান বলেন, পুরো ইউরোপ যখন শরণার্থীদের জন্য নিজেদের দরজা বন্ধ করে দিয়েছিল, তখন আমরা সিরিয়ানদের জন্য শুধু দেশের দরজাই নয়, হৃদয়ের দরজাও খুলে দিয়েছি। এর আগে জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে শনিবার নিউ ইয়র্কে পৌঁছান তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ সভার প্রথম দিনে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বিষয়ে কথা বলেন তিনি।
জাতিসংঘ বৈঠকের আগে এরদোগানের সঙ্গে কী কথা হল ট্রাম্পের? এর আগে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। জাতিসংঘের ৭৪তম বার্ষিকসভার আগমুহ‚র্তে রোববার দুই প্রেসিডেন্টর মধ্যে ফোনালাপ হয়েছে বলে তুর্কি প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে। ডেইলি সাবাহ, হুরিয়াত ডেইলি, আনাদোলু, আরটিই উর্দু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ