Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মিসরে বিক্ষোভ চলছে, আটক ৫ শতাধিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে মিসরে। দেশটিতে এই বিক্ষোভ দমন করতে এখন পর্যন্ত পাঁচ শতাধিক মানুষকে আটক করা হয়েছে। সোমবার স্থানীয় মানবাধিকার গোষ্ঠীগুলো এ দাবি করেছে। সিসির পদত্যাগের দাবিতে গত কয়েকদিন ধরেই মিসরে চলছে বিক্ষোভ। রাজধানী কায়রো ছাড়াও আরো কয়েকটি শহরে এই বিক্ষোভ হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, চলমান বিক্ষোভের কারণে পাঁচ শতাধিক আটক করা হয়েছে। সামনের দিনগুলোতে আটকের সংখ্যা আরও বাড়তে পারে। কিন্তু, সরকারের পক্ষে থেকে গ্রেপ্তারকৃতদের সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। বিক্ষোভের আশঙ্কায় বিভিন্ন শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তা সত্তে¡ও কায়রো, আলেকজান্দ্রিয়াসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সামরিক অভ্যুত্থানে ২০১৩ সালে মিসরের ইতিহাসের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। একদিকে দ্রব্যম‚ল্য বৃদ্ধি অন্যদিকে সেনাশাসক জেনারেল সিসি ও তার বলয়ের লোকজনের ব্যাপক দুর্নীতি সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছে। শুক্রবার রাতে রাজধানী কায়রোর রাজপথে নেমে আসে হাজার হাজার তরুণ। বিবিসি, এসবিএস নিউজ, সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ