Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

যুবকরা বিদেশে নানাভাবে প্রতারণার শিকার হচ্ছে

মো. এমদাদ উল্যাহ | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০২ এএম

লোভে পড়ে অবৈধভাবে দালালদের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অসংখ্য যুবক। তারা পরিবার ও সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন। সারাদেশে প্রতারিত ওই যুবকদের স্বাভলম্বী হতে প্রশিক্ষণ ও অনুদান দিচ্ছে এনজিও সংস্থা ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফুলের নাওড়ী গ্রামের গ্রিস ফেরত ইয়াছিনকে ১ লাখ টাকা ও নোয়াগ্রামের ইতালি ফেরত আবুল কালামকে ৮৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। ব্র্যাকের অনুদানের টাকা ও নিজের জমানো টাকা দিয়ে দু’জনেই স্থানীয় বাজারে ব্যবসা করছেন। তারা বলেন, সব নিয়ম মেনেই বৈধ উপায়ে ইউরোপের দেশগুলোতে যাওয়া উচিত। অবৈধ উপায়ে প্রবাসে গেলে কোন সমস্যায় পড়লে এর দায়রভার কেউ নিতে চায় না। লোভে না পড়ে নিজের জীবনের কথা বিবেচনা করে যুবকদের বিদেশে যাওয়ার অনুরোধও করেছেন তারা।

জানা গেছে, জীবিকা অর্জনের তাগিদে বিশ্বজনসংখ্যার ৩.৪ ভাগ মানুষ এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। বাংলাদেশেরও অসংখ্য যুবক আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়ে প্রচুর অর্থ উপার্জন করে স্বাভলম্বী হচ্ছে। শুধু ২০১৮ সালে বাংলাদেশে থেকে মোট ৭ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশ গিয়েছেন। এদের মধ্যে নারী কর্মীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৬০৯ জন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পেছনে অভিবাসন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু প্রয়োজনীয় তথ্যের অভাবে অভিবাসনপ্রত্যাশীরা প্রতিনিয়ত প্রতারণার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে দক্ষ না হয়ে অবৈধ উপায়ে এবং দালালদের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হচ্ছেন অনেকে। ফলে তারা পরিবার ও সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছে। দালালদের থেকে টাকা আদায় করতে না পেরে পরিশোধ করতে পারছেন না ঋণের টাকা। সামাজিকভাবে শালিশ বৈঠক ঢেকেও এর কোন সমাধান হচ্ছে না। আবার সাগর পথে ইউরোপের দেশগুলোতে যাওয়ার পথে অনেকে মারা যাচ্ছে। চলতি বছরের ১১ মে শনিবার লিবিয়া থেকে স্বপ্নের দেশ ইউরোপ ইউনিয়নের ইতালিতে যাওয়ার পথে ভূ-মধ্যসাগরে নৌকা ডুবে সিলেটের ৬ জনসহ বেশ কয়েকজন মারা যান। নিহতদের কয়েকজন হলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই হাফিজ আহসান শামীম আলম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ আহমদের ছোট ভাই, উপজেলার শরীফগঞ্জ ইউপির কদুপুর গ্রামের কামরান আহমদ মারুফ, ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ, একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ এবং সিরাজ মিয়ার ছেলে লিটন। এভাবে স্বপ্ন গড়তে গিয়ে সাগর পথে অসংখ্য যুবকের স্বপ্ন বিলীন হয়ে যায়। ইউরোপে বর্তমানে স্টুডেন্ট ভিসা ও ট্যুর ভিসা চালু রয়েছে। অন্য ওয়ার্ক ভিসা চালু না থাকলেও যুবকরা সাগরপথে ইউরোপে যাওয়ার প্রাক্কালে অহরহ প্রাণহানির ঘটনায় পরিবার টগবগে যুবককে হারায়।

সম্প্রতি দালালদের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে প্রতারিত হয়েছেন চৌদ্দগ্রামের ১০-১২ জন। এরমধ্যে লন্ডন ফেরত গুণবতীর জয়নাল আবেদীন, গ্রীস ফেরত কালিকাপুরের আবুল হোসেন, ফুলের নাওড়ীর ইয়াছিন ও ইতালি ফেরত নোয়াগ্রামের আবুল কালাম। মধ্যপ্রাচ্য গিয়ে প্রতারণার শিকার হয়েছে এমন সংখ্যা কয়েকগুন।

এনজিও সংস্থা ব্র্যাকের প্রত্যাশা সূত্রে জানা গেছে, লোভে না পড়ে নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির কাজের শর্তে ভালোভাবে জেনে বুঝে, সে অনুযায়ী প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করে সকল বৈধ কাগজপত্র নিয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে দক্ষ, যে দেশে যাবে সে দেশের ভাষা এবং আইনকানুন সম্পর্কে জানা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে নিরাপদ অভিবাসন সংক্রান্ত তথ্য যেমন নাম নিবন্ধন, ভিসা চেক, আঙুলের ছাপ দেওয়া, ব্রিফিং সেশন ইত্যাদি নিশ্চিত করতে হবে। চাকরি নিয়ে বিদেশ যাওয়ার আগে যে দেশে যাবেন সে দেশের চাকরির বাজার ও সুযোগসুবিধা যাচাই করে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। যেমন; বিদেশ যাওয়ার খরচ কত, চাকরির ধরন কি এবং বেতন কত, দেশে কত টাকা পাঠাতে হবে, আয় ব্যয় হিসেব করে কত টাকা সঞ্চয় করা সম্ভব, চুক্তির মেয়াদ ও ভিসা ঠিক আছে কি না, রিক্রুটিং এজেন্সি সরকার অনুমোদিত কি না।

বিশেষজ্ঞদের অভিমত, বিদেশ যাওয়ার আগে পাসপোর্টে নিজের নাম, পিতার নাম, মোবাইল নম্বর ও ঠিকানা ঠিক আছে কি না, ভিসা ও চুক্তিপত্র সংক্রান্ত কাগজপত্র নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং বিএমইটির মাধ্যমে যাচাই, অনুমোদিত মেডিকেল থেকে মেডিকেল টেস্ট করাতে হবে। বিদেশ যাওয়ার সময় পাসপোর্ট, টিকেট, স্মার্টকার্ড, বিএমইটি অফিসের ছাড়পত্র, ব্যাংক একাউন্ট নম্বরসহ সকল গুরুত্বপূর্ণ কাগজ হাতের কাছে রাখতে হবে। বিদেশ থেকে প্রতারিত হয়ে ফেরত এলে কোনভাবেই ভেঙে পড়া ঠিক হবে না। স্বাভাবিক জীবন যাপনের জন্য নিজেকে গুটিয়ে না রেখে সবার সঙ্গে মন খুলে আলোচনা করা, কাছের মানুষের কাছে নিজের সমস্যা নিয়ে আলোচনা করা, আর্থিকভাবে স্বাভলম্বী হতে উদ্যোগ নেয়া, প্রয়োজনে পেশাদার কাউন্সিলরের পরামর্শ নেয়া প্রয়োজন। এতে করে হতাশা ছেড়ে জীবনকে উপভোগ করা যাবে।

অনুসন্ধানে জানা গেছে, বিদেশ যাওয়ার পর বাংলাদেশী যুবকদের কেউ কেউ সংশ্লিষ্ট দেশের আইন ও সামাজিক রীতিনীতি মেনে চলা, বাংলাদেশ দূতাবাসে নাম ঠিকানা নিবন্ধন এবং পরিচয়পত্র/দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর নিজের সংগ্রহে রাখার ব্যাপারে অনাগ্রহী। তারা মনে করেন, কোন রকম টাকা উপার্জন করতে পারলেই চলে। কেউ কেউ অবৈধ উপায়ে টাকা পাঠানো ও বেআইনি কাজ করে থাকেন। এ সকল প্রবাসীরাই অধিকাংশ ক্ষেত্রে হয়রানীর শিকার হন। আবার দেখা গেছে, বিদেশ যেতে গিয়ে রিক্রুটিং এজেন্সি বা ব্যক্তির দ্বারা প্রতারিত, চুক্তিপত্রের শর্তানুযায়ী কম বেতন বা অনিয়মিত বেতন প্রদান, বেতন ছাড়া অতিরিক্ত কাজ করাতে চাইলে ও অনিরাপদ কর্মপরিবেশে কাজ করাতে বাধ্য করা, এবং কর্মস্থলে নির্যাতন করলে, যৌন হয়রানি বা অবৈধ কোন কাজ করতে বাধ্য করলে কোথায় অভিযোগ করতে হবে এমন তথ্য জানেন না অনেকেই। যারা অভিযোগ করতে জানেন, তাদের অনেকেই নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে করা চাকরির চুক্তিপত্র, ভিসা এবং ওয়ার্ক পারমিট, নিয়োগকারী প্রতিষ্ঠান বা ব্যক্তিকে দেয়া টাকার রশিদ, পাসপোর্ট কপি ও ট্রাভেল পাস সঠিকভাবে দেখাতে পারেন না। বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট দেশের শ্রম আদালত, দূতাবাস বা বিএমইটিতে অনলাইনে ও ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডে অভিযোগ করা যাবে। এছাড়া প্রতারিত হয়ে দেশে ফেরার পর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জেলা প্রশাসকের দপ্তর, প্রবাসী কল্যাণ ডেস্ক, স্থানীয় থানা, মানবাধিকার সংস্থা, এনজিওতে অভিযোগ করা যাবে। এর যে কোন একটিতে অভিযোগ করেই এগুতে হবে।

প্রতি বছরই প্রতারণার শিকার হয়ে প্রবাস থেকে অনেক মানুষ দেশে ফেরত আসে। তাদের বিষয়টি একেবারে উপেক্ষিত থেকে যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সারাদেশে বিদেশ ফেরতদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। সাংবাদিক ও কলামিস্ট।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশ

২৭ জানুয়ারি, ২০২৩
২৯ ডিসেম্বর, ২০২২
২৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন