Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জের সিংগাইরে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৪:২৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজ নগর গ্রামে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা মামলায় ৪জনের মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।

আজ (মঙ্গলবার) বেলা দুইটার দিকে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আলী হোসাইন দন্ডপ্রাপ্ত ১জনের উপস্থিতিতে এই রায ঘোষণা করে।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- এনামুল, রমজান, হাকিম এবং ফায়জুল। তাদের সকলের বাড়ি ওয়াইজনগর গ্রামে। তাদের সকলের বয়স ৩০ থেকে ৩২ এর মধ্যে। রায় প্রদানের সময় হাকিম আদালতে উপস্থিত ছিলেন

মামলা সুত্রে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের চান মিয়ার মেয়ে ৪র্থ শ্রেণীর ছাত্রী রোমানা আক্তার ব্র্যাক স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তার বান্ধবীরা স্কুলে তার বই খাতা দেখতে পায়। কিন্তু রোমানাকে না পেয়ে তারা রোমানার বাড়িতে জানায়। স্কুল থেকে ২০০ গজ দুরে নুরুল হক মাষ্টারের পাট ক্ষেত থেকে সকাল সাড়ে ৯টার রোমানার লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় ছাত্রীর চাচা কদম আলী ওই দিনই সিঙ্গাইর থানায় একটি অভিযোগ দায়ের করে।

তদন্তের পর, পুলিশের পক্ষ থেকে ৭জনকে আসামী করে আদালতে চার্জশীট দাখিল করে।

আদালকে ১৫ জন স্বাক্ষী গ্রহণশেষে, আদালতের বিচারক আসামী ৭ জনের মধ্যে ৪জনকে মৃত্যুদন্ড এবং ৩জনকে খালাশের রায় প্রদান করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যুদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ