Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদরাসাছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসা ছাত্রের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গত বুধবার পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখি ফাজিল মাদরাসার ছাত্র জহিরুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত ১৪ আগস্ট উপজেলার বড়হিত ইউনিয়নের কাঠাল ডাংরি গ্রামে পারিবারিক বিরোধের জের হিসেবে মাদরাসা ছাত্র জহিরুল ও তার পিতা হাসিম উদ্দিন সহ তিনজন খুন হন।

এ ব্যাপারে হাসিম উদ্দিনের মেয়ে রোকসানা বাদী হয়ে আব্দুর রশিদসহ ১৯ জন আসামি করে ১৬ আগস্ট থানায় একটি মামলা হওয়ার পর ডিবি পুলিশ আব্দুর রশিদ ও রুহুল আমিনকে গ্রেফতার করে। বর্তমানে এ মামলাটি ডিবি পুলিশের তদন্তাধীন রয়েছে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক সাখাওয়াত হোসেন, শিক্ষার্থী ওমর ফারুক, মুবাশ্বির, তসলিম উদ্দিন, নিহতের বোন রোকসানা ও মার্জিনা আক্তার।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ