রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসা ছাত্রের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। গত বুধবার পিতাম্বরপাড়া হোসাইনিয়া বহুমুখি ফাজিল মাদরাসার ছাত্র জহিরুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গত ১৪ আগস্ট উপজেলার বড়হিত ইউনিয়নের কাঠাল ডাংরি গ্রামে পারিবারিক বিরোধের জের হিসেবে মাদরাসা ছাত্র জহিরুল ও তার পিতা হাসিম উদ্দিন সহ তিনজন খুন হন।
এ ব্যাপারে হাসিম উদ্দিনের মেয়ে রোকসানা বাদী হয়ে আব্দুর রশিদসহ ১৯ জন আসামি করে ১৬ আগস্ট থানায় একটি মামলা হওয়ার পর ডিবি পুলিশ আব্দুর রশিদ ও রুহুল আমিনকে গ্রেফতার করে। বর্তমানে এ মামলাটি ডিবি পুলিশের তদন্তাধীন রয়েছে। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষক সাখাওয়াত হোসেন, শিক্ষার্থী ওমর ফারুক, মুবাশ্বির, তসলিম উদ্দিন, নিহতের বোন রোকসানা ও মার্জিনা আক্তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।