Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে নিহত ৫০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

আফগানিস্তানে পৃথক দুটি ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। আফগানিস্তানের প‚র্বাঞ্চলে মার্কিন-সমর্থিত আফগান নিরাপত্তা বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩০ শ্রমিক নিহত ও ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তাদের বরাতে আল-জাজিরার খবরে এমন তথ্য জানা গেছে। এ ছাড়া বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। চলতি মাসের শুরুতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রশিক্ষিত ও তহবিলের জাতীয় নিরাপত্তাবিষয়ক পরিদফতরের (এনডিএস) গোয়েন্দা সংস্থা ২ ইউনিটের এক অভিযানে চার ভাই নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর গত কয়েক সপ্তাহে কয়েকশ বেসামরিক লোক নিহত হয়েছেন। তিন সরকারি কর্মকর্তারা বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসের গোপন আস্তানা ধ্বংস করে দিতে বুধবার রাতে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু দুর্ঘটনাবশত পার্শ্ববর্তী ক্ষেতের কৃষকরা লক্ষ্যবস্তুতে পরিণত হন। পশ্চিমাঞ্চলীয় নানগাহারের প্রাদেশিক পরিষদ সদস্য সোহরাব কাদেরি বলেন, পাইন বাদাম ক্ষেতে ড্রোন হামলায় ৩০ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন অন্তত ৪০ জন। হামলার খবর নিশ্চিত করেছে কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিন্তু তাৎক্ষণিকভাবে হতাহতের খবর জানাতে অস্বীকার করেছে। এ বিষয়ে জানতে চাইলে মার্কিন বাহিনীর কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। নানগাহারের মুখপাত্র আতুল্লাহ খোজিয়ানি হামলার ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সরকার তদন্ত চালাচ্ছে। হামলার স্থল থেকে এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওয়াজির টাঙ্গিতে উপজাতীয় প্রবীণ মালিক রাহাত গুল বলেন, শ্রমিকরা যখন ক্লান্ত হয়ে পড়েছেন, তখন ওই হামলার ঘটনা ঘটেছে। হতাহতরা দৈনিক মজুরিভিত্তিতে কাজ করতেন। ক্ষেত থেকে পাইন বাদম তুলে কাছেই একটি তাবুতে বিশ্রাম নিতে জড়ো হয়েছিলেন তারা। তিনি বলেন, শ্রমিকরা খড়কুটোতে আগুন জ্বালিয়ে একসঙ্গে বসেছিলেন। তখনই তাদের ড্রোন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। খবরে বলা হয়, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের জাবুল প্রদেশের কালাত শহরে একটি হাসপাতালের বাইরে ট্রাক ভর্তি বিস্ফোরক নিয়ে হামলা চালানো হয়েছে। জাবুলের প্রাদেশিক প্রধান জানিয়েছেন, হামলায় হতাহতদের সংখ্যা এখনও চ‚ড়ান্ত হয়নি তবে অন্তত ২০ জন নিহত ও একশো জন আহত হয়েছে বলে নিজের বিশ্বাসের কথা জানান তিনি। স্থানীয় সংবাদমাধ্যম বলছে চালানো ওই হামলায় হতাহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন চিকিৎসক ও রোগী। দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান জানিয়েছে, হাসপাতালের বাইরে অবস্থিত একটি সরকারি গোয়েন্দা কার্যালয়ে হামলা চালিয়েছে তারা। আগামী ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। দ্বিতীয় পাঁচ বছর মেয়াদের জন্য এ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। তালেবান আসন্ন নির্বাচন বয়কটের ডাক দিয়েছে। ভোটাররা যেন ভোটকেন্দ্রমুখী না হয় তার জন্য আফগানিস্তানের ও বিদেশি বাহিনীগুলোর সঙ্গে লড়াই তীব্র করে তোলার শপথ নিয়েছেন তালেবান কমান্ডাররা। গত ১৭ সেপ্টেম্বর আশরাফ ঘানির এক নির্বাচনি সমাবেশে হামলার দায় স্বীকার করে তালেবান। ওই হামলায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটে। রয়টার্স, এএফপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ