প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড শীর্ষ পাঁচ
১ ড্রিম গার্ল
২ সেকশন থ্রিসেভেন্টি ফাইভ
৩ ছিছোড়ে
৪ সাহো
৫ মিশন মঙ্গল
ড্রিম গার্ল
রাজ শাÐিল্য পরিচালিত কমেডি ফিল্ম।
করমের (আয়ুষ্মান খুরানা) নিজের কণ্ঠ নিয়ন্ত্রণের এক অদ্ভুত ক্ষমতা আছে। সে মেয়েদের গলায় কথা পারে বলে গোকুল শহরে সীতা ও রাধার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যায় খুব সহজে। তার বাবা জগজিৎ (আন্নু কাপুর) পছন্দ করে না তার এই মেয়ে সেজে অভিনয়। এলাকার সবাই করমকে এ জন্য বেশ সম্মানের চোখে দেখলেও সে নিজে এমন কাজ পছন্দ করে না। সে জানিয়ে দিয়েছে স্বাভাবিক একটি কাজ পাওয়া পর্যন্ত সে এই কাজটি চালিয়ে যাবে। একটি চাকরি সে পেয়ে যায়। তবে তাও তার দক্ষতারও ব্যবহারে। তাকে একটি কল সেন্টারে পূজা নামে এক তরুণী সেজে কাজ করতে হয়। এই কল সেন্টারে তার কাজ হল পুরুষদের সঙ্গে মেয়ে সেজে উত্তেজক চ্যাটে অংশ নেয়া। মেয়েরাও তাকে কল করে। এদের মধ্যে অনেকে তার সঙ্গে দেখা করতে চায় আর কেউ কেউ তাকে বিয়ে করতে চায়। প্রেমিকা মাহির (নুশরাত ভারুচা) অজান্তে সে তার দ্বৈত জীবন চালিয়ে যেতে থাকে। কিন্তু কত দিন সে চালিয়ে যাবে এমন কাজ?
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।