Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে দিনে গড়ে নিহত ৭৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

আগস্ট মাসে আফগানিস্তানে গড়ে প্রতিদিন হত্যাকাÐের শিকার হয়েছেন ৭৪ জন নারী, পুরুষ ও শিশু। কিভাবে সন্ত্রাস দেশটিকে গ্রাস করেছে তার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এতে। বিবিসির অনুসন্ধানে এ অবস্থা ধরা পড়েছে। আগস্ট মাসে ৬১১ টি ঘটনায় নিহত হয়েছেন ২৩০৭ জন মানুষ। তবে এই সংখ্যার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তালেবান ও আফগানিস্তানের সরকার। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক হামলার পর দেশটি এক ভয়াবহ পরিস্থিতির শিকার। যেন মৃত্যু উপত্যকায় রূপ নিয়েছে এ দেশ। প্রতিদিনই যেখানে সহিংসতায় প্রাণহানি হচ্ছে। ১৮ বছরের যুদ্ধের পর এখন আফগানিস্তান থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে চায় যুক্তরাষ্ট্র। তা নিয়ে দেনদরবার চলছে। প্রথমবারের মতো তালেবানদের মুখোমুখি হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। কিন্তু তিনি শেষ মুহ‚র্তে সেই বৈঠক বাতিল করেন। বিবিসি বলছে, তাদের অনুসন্ধানে উপরের ওই পরিসংখ্যান বেরিয়ে এসেছে। বেশির ভাগ মারা গেছেন যুদ্ধে। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন তালেবান যোদ্ধারা। আর এক-পঞ্চমাংশ বেসামরিক মানুষ। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৯৪৮ জন। বিবিসি লিখেছে, হতাহতের এসব সংখ্যা বলে দেয় আফগানিস্তানে প্রকৃতপক্ষে কি অবস্থা। এ থেকে উত্তরণে নানা রকম সমঝোতা প্রক্রিয়া চলছে। তবে যুদ্ধবিরতি কখনো আলোচনায় আসেনি। এর ফলে এখনও প্রতি সপ্তাহে প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। এ মাসের শেষের দিকে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন। আফগানদের আশঙ্কা এ সময় সহিংসতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। আগস্টের প্রথম সপ্তাহের সহিংসতার পর তালেবান ও সরকারি সেনারা অনানুষ্ঠানিক অস্ত্রবিরতিতে যায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ