Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোদির ছবির দাম এক কোটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৫:৩০ পিএম

সরকারি কাজে গত ছয় মাসে বিভিন্ন জায়গায় সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সব সফরকালে বিভিন্ন উপহারও পেয়েছেন তিনি। সেই সব উপহার অনলাইনের মাধ্যমে তোলা হয়েছে নিলামে। সেই নিলামে নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি ফটো স্ট্যান্ডের বেস প্রাইস ছিল মাত্র ৫০০ রুপি। সোমবার তা বিক্রি হল এক কোটি রুপি। বাংরাদেশী মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

এক কোটি রুপিতে বিক্রি হওয়া সেই ফটোস্ট্যান্ডে ছিল গুজরাতিতে লেখা নরেন্দ্র মোদির বার্তা। সেটি ছাড়াও নিলামে উঠেছিল ধাতুর তৈরি একটি ভাস্কর্য। সেখানে বাছুরকে দুধ খাওয়াচ্ছে গরু। বেস প্রাইস দেড় হাজার হলেও ধাতুর ওই ভাস্কর্যটি নিলামে বিক্রি হয়েছে ৫১ লাখ রুপিতে। মোদিকে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির দেওয়া একটি উপহারও এ দিন বিক্রি হয়েছে নিলামে। রুপানির দেওয়া সেই রুপোর ঘটও বিক্রি হয়েছে এক কোটি রুপিতে।

এগুলি ছাড়াও শাল, পাগড়ি ও উপহার পাওয়া বিভিন্ন ছবি উঠবে নিলামে। সেই সব ছবির বেস প্রাইস রয়েছে ২০০ থেকে আড়াই লাখ রুপি পর্যন্ত। গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে এই অনলাইন নিলাম। আর তা চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। সূত্র: টিওআই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ