Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াদের উচিত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা : পুতিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ৩:৩৭ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিজেদের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সউদী আরবের উচিত রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা।
শনিবার সউদী তেল স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার পর সোমবার রিয়াদকে তিনি এমন পরামর্শ দিলেন। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের খবরে এমন তথ্য জানা গেছে।
সিরিয়ায় রাশিয়া-তুরস্ক-ইরান সম্মেলনের পর যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, নিজেদের দেশ সুরক্ষায় সউদী আরবকে উপযুক্ত সহায়তা করতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে সউদী আরবের রাজনৈতিক নেতারা একটি দূরদর্শী সিদ্ধান্ত নিলেই পারেন, যেটা ইরানি নেতারা আগে নিয়েছিলেন। সেটা হল-এস-৩০০ ক্রয় করা।
‘কিংবা তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের মাধ্যমে যেটা করছেন, সেটাও তারা করতে পারেন।’
পুতিন বলেন, এতে সউদী আরবের যে কোনো স্থাপনাকে তারা সুরক্ষা দিতে পারবেন।
তিন দিন আগে সউদী আরবের সবচেয়ে বড় তেল স্থাপনায় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় দেশটির তেল উৎপাদন অর্ধেমে নেমে এসেছিল। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরানকে দায়ী করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ