বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রায়কে প্রভাবিত করতে পারে-বিচারাধীন এমন কোনো মামলার এমন কোনো বিষয় গণমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে ‘বাংলাদেশ প্রেস কাউন্সিল’। এজলাসে বিচারক ও আইনজীবীদের মধ্যে কথোপকথন বা যুক্তিতর্ক একান্তভাবে কোর্টের সম্পদ। এবং তা গণমাধ্যমে প্রকাশযোগ্য নয় বলেও মনে করে সংস্থাটি। গতকাল সোমবার প্রেস কাউন্সিলের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে তথ্য অধিদফতরের পাঠানো তথ্য বিবরণীতে এসব কথা জানানো হয়। এতে বলা হয়, বিচারাধীন মামলার বিষয়ে প্রকৃত চিত্র পরিবেশন করা যাবে। কোনও বিষয়ে সন্দেহ হলে তা সংশ্লিষ্ট কোর্টের বেঞ্চ অফিসার, হাইকোর্টের রেজিস্ট্রার এবং আপিল বিভাগের কাছে থেকে যাচাই করে প্রকাশ করতে হবে। সুপ্রিমকোর্টের অবমাননা হয় এবং বিচারকদের মর্যাদা ক্ষুন্ন হয়, এমন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিকদের বিরত থাকতে হবে। বিশেষ করে বাংলাদেশ প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণ বিধি-১৯৯৩ (২০০২ সালে সংশোধিত)-এর ১৬ নং দফা অনুসরণের জন্য গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।
এ দফায় বলা হয়েছে, ‘কোনও অপরাধের ঘটনা বিচারাধীন থাকাকালীন সব পর্যায়ে তার খবর ছাপানো এবং মামলা বিষয়ক প্রকৃত চিত্র উদঘাটনের জন্য আদালতের চূড়ান্ত রায় প্রকাশ করা সংবাদপত্রের দায়িত্বের মধ্যে পড়ে। তবে বিচারাধীন মামলার রায়কে প্রভাবিত করতে পারে, এমন কোনও মন্তব্য বা মতামত প্রকাশ থেকে চূড়ান্ত ঘোষণার আগ পর্যন্ত বিরত থাকতে হবে। সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগের ৮৯১৭/২০১৯ নম্বর রিট পিটিশনের পর গত ৭ আগস্ট রিট মোকদ্দমাটি বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ শুনানি করেন। সব বিষয় বিবেচনা করে হাইকোর্ট যে আদেশ দেন তার ভিত্তিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।