Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারে রাশিয়া

প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ানরা প্রভাবিত করার চেষ্টা করতে পারে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির ই-মেইলের আংশিক ফাঁস হওয়ার জন্য তিনি রাশিয়ান হ্যাকারদের দায়ী করেছেন। এব্যাপারে জানতে চাওয়া হলে ওবামা বলেন, কিছুটা সম্ভব যে, তারা ৮ নবেম্বরের নির্বাচন প্রভাবিত করতে পারে। তবে বিশেষজ্ঞরা এ বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করবে। এনবিসি নিউজ’র সাথে প্রেসিডেন্ট বারাক ওবামার এক সাক্ষাৎকার গত মঙ্গলবার সম্প্রচার করা হয়। এতে তিনি বলেন, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন ১৯,০০০ বেশি ইমেইল ফাঁস হয়েছে বলে জানিয়েছে। তবে এসব ই-মেইলে কমিটি দলের প্রেসিডেন্ট মনোনয়নের জন্য সিনেটর বার্নি স্যান্ডার্স ও হিলারি ক্লিনটন বিশেষ সুবিধা পেয়েছেন বলে উল্লেখ করা হয়। গত শুক্রবার ই-মেইলগুলো ফাঁস করা হয়। ওবামা বলেন, আমি মনে করি যে, বিশেষজ্ঞরা এজন্য রাশিয়ানদেরই দায়ী করবেন। ওবামা বলেন, আমরা কি জানি যে রাশিয়ানরা শুধু আমাদের সরকার ব্যবস্থার সিস্টেমই নয়, ব্যক্তিগত সিস্টেমও হ্যাক করা হয়। এর আগে ডেমোক্রেটদের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচার শিবির থেকে বলা হচ্ছে, দলে বিবাদ ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার জন্যই এ ই-মেইল ফাঁস করা হয়েছে। হিলারির প্রচার ব্যবস্থাপক রবি মুক এবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে অভিযোগ করেছিলেন যে, রাশিয়ানরাই এই ই-মেইল ফাঁসের পেছনে রয়েছে, আর উদ্দেশ্য ট্রাম্পকে সহায়তা করা। কেন তারা এটা করছে তা বুঝতে পারছি না বলে উল্লেখ করেন। এতে রুশ গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে মার্কিন গোয়েন্দাদের মুখ থেকে শোনার পর ডেমোক্রেটদের ঘোরতর সন্দেহের তীর পুতিনের দিকে রয়েছে। তারা মনে করেন, এর পেছনে নিশ্চয় রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের মদদ রয়েছে। ডেমোক্রেটদের এই সন্দেহ নিয়ে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির থেকে যে বক্তব্য দেয়া হয়েছে, তাতে পুতিনের সঙ্গে ট্রাম্পের কোনো ধরনের সম্পর্ক না থাকার উপরই জোর দেয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি পুতিনের কোনো সম্পর্ক রয়েছেÑ এবিসি টিভিতে ট্রাম্পের প্রচার শিবিরের প্রধান পল মানাফোর্টের উত্তর, না, কখনোই না। রয়টার্স, এপি, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করতে পারে রাশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ