মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরবের সরকারি তেল স্থাপনা আরামকোতে ড্রোন হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিন্দা জানায়।
গত রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, শনিবারের ড্রোন হামলায় আমরা নিন্দা জানাচ্ছি। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামের কাছে আরামকো কোম্পানির একটি তেল স্থাপনায় হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। আঞ্চলিক দেশগুলোকে উসকানি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে তুরস্ক। তা-না হলে পারস্য উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট হতে পারে।
ড্রোন হামলার পর থেকে সাময়িকভাবে সউদী আরব তাদের উৎপাদন প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমিয়েছে। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
সউদী নেতৃত্বাধীন জোট বর্তমানে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের হামলার সঙ্গে অতীতে হুতিদের হামলার মিল রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।