নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঝড়টা শুরুতেই তুলেছিলেন রহমতউল্লাহ গুরবাজ। ফিফটি না পেলেও ৫ চার আর ২ ছক্কায় ২৪ বলে খেলেছিলেন ৪৩ রানের ক্যামিও। পরে যেই এলেন ছক্কার চেষ্টা করে গেছেন নিয়ম করে। মাঝে কিছুটা খেই হারালেও আফগানদের ব্যাটিং অর্ডারে সকলের ঝুলিতেও জমেছে অন্তত একটি করে ছয়ের মার। তবে সেসবকে ছাড়িয়ে গেছেন দু’জন- নাজিবুল্লাহ জাদরান আর মোহাম্মদ নবি। নাজিবুল্লাহ খেলেছেন মাত্র ৩০ বল, ৫টি চার ও ৬টি ছক্কায় ঝুলিতে অপরাজিত ৬৯। আর অভিজ্ঞ নবিও কম যান নি, শেষ বলে আউট হবার আগে ১৮ বলে ২৮ রানের ইনিংসে কোন চার নেই ছিল ৪টি ছক্কা। এই দু’জনের আবার আছে টানা ৭ বলে ৭ ছক্কাও! মাত্র ৬.৪ ওভার ব্যাট করে ১০৭ রানের জুটি গড়ে আফগানদের রান পাহাড়ে পৌছে দেন এই দুই মিডল অর্ডার। আর এই ছক্কার তলেই পিষ্ট হয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ২৮ রানে হারাল রশিদ খানের দল।
গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে পাহাড়সম রানের বাধা স্বচ্ছন্দে খেলতে দেয়নি আগের ম্যাচে বাংলাদেশকে কাঁপিয়ে দেয়া জিম্বাবুয়ে। শুরুতেই মাসাকাদজার বিদায়ের পর ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে কিছুটা থিতু হয়েছিলেন ওপেনার ব্রেন্ডন টেইলর। তবে ২৭ রানে তার বিদায়েল পর আর কোন ভালো জুটি গড়তে দেননি রশিদ-ফরিদদের দুর্দান্ত বোলিং। শেষ দিকে মাদজিভাকে নিয়ে ৪৫ ও জারভিসকে নিয়ে ২৮ রানের দুটি জুটিতে হারের ব্যবধান কমিয়েছেন চাকাভা।
আজ এই আফগানিস্তানের বিপক্ষেই খেলতে নামবে বাংলাদেশ। আগের ম্যাচে ধুঁকতে ধুঁকে জেতা সাকিব আল হাসানের জন্য হুমকি হয়েই থাকলো আফগানদের এমন বিধ্বংসী ব্যাটিং।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।