Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের সমাবেশ কার্বন নিঃসরণ কমানোর দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

 বিশ^নেতৃবৃন্দকে কার্বন নিঃসরণ কমাতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোড়ালো দাবি জানিয়ে গতকাল রাজধানীতে শিক্ষার্থীরা সমাবেশ করেছে। নগরীর রায়েরবাজার বৈশাখী খেলার মাঠে স্টপ এমিশনস নাও এবং ১৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে এক হাজার শিক্ষার্থী সমবেতভাবে দাঁড়িয়ে ‘স্টপ এমিশনস নাউ’ লেখা ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে।
স্টপ এমিশনস নাও এর উপদেষ্টা দেবরা ইফরইমসন সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফাহিম সাদেক খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম। সমাবেশে স্টপ এমিশনস নাও-বাংলাদেশ এর সদস্য সচিব মনজুর হাসান দিলু ও ১৩টি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
দেবরা ইফরইমসন বলেন, জলবায়ু বিপর্যয়রোধের এই আন্দোলনে তরুণদের এগিয়ে আসতে হবে। এ আন্দোলন কোন একক দেশ বা জাতির নয় বরং আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন। পৃথিবীর অস্তিত্ব রক্ষায় আমাদের সবাইকে এক হয়ে, অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোকে চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা আমাদের আহŸানে সাড়া দেয়।
মো: ফাহিম সাদেক খান বলেন, জলবায়ু বিপর্যয়ের ক্ষতিকর প্রভাবে সমগ্র প্রাণ প্রকৃতি হুমকির মুখে। এ অবস্থা চলতে থাকলে আগামীতে লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে শরণার্থী হতে বাধ্য হবে। এটি মানবসৃষ্ট দুর্যোগ। এ বিপর্যয় রুখতে অতিসত্তর কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মনজুর হাসান দিলু বলেন, জলবায়ুর বিপর্যয়ের ফলে আগামী ২১০০ সালেই বাংলাদেশ তার অস্তিত্ব হারাতে পারে। আমরা শুধু আমাদের স্বদেশ রক্ষায় যুদ্ধে নেমেছি তা নয়, এ আন্দোলন সমগ্র পৃথিবীকে রক্ষার আন্দোলন।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমার দেশ আজ হুমকির মুখে। উন্নত দেশগুলো তাদের নিজেদের ভোগ-বিলাসের জন্য আমাদের মত ছোট রাষ্ট্রগুলোকে দিনের পর দিন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের অতিমাত্রায় কার্বন নিঃসরণের জন্য আমরা আজ বাস্তুহারা হচ্ছি। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমরা হয়তো আমাদের বাংলাদেশ নামক দেশটিকেও বিশ^ মানচিত্র থেকে হারাব। তাই, আমরা আজ সকলে এক হয়ে জলবায়ু বিপর্যয়রোধে কার্বন নিঃসরণকারী দেশগুলোকে আহŸান জানাতে চাই যে, তোমরা তোমাদের অধিক কার্বন নিঃসরণ বন্ধ করো।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ