Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার্বন নিঃসরণ কমানো ও ইভির ওপর গুরুত্ব বাড়াবে অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

বর্তমান বিশ্বের সব থেকে আলোচিত সমস্যাগুলোর অন্যতম হয়ে উঠেছে আবহাওয়া পরিবর্তন। সদ্য নির্বাচিত অস্ট্রেলীয় সরকারের আইনি এজেন্ডার তালিকায় আবহাওয়া পরিবর্তনকে শীর্ষস্থানে রাখা হবে। চলতি বছরের ২১ মে অস্ট্রেলিয়ায় জাতীয় পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে জয়লাভ করে অ্যান্থনি আলবানিজ নতুন সরকার গঠন করেন। এ মাসেই নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম সংসদ অধিবেশনে আইনি এজেন্ডাগুলোর মধ্যে প্রধান স্থানে থাকবে আবহাওয়া পরিবর্তন। খবর এপি। আবহাওয়া পরিবর্তন মোকাবেলায় অস্ট্রেলীয় সরকারের একটি বিল পাস করার কথা রয়েছে। ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ৪৩ শতাংশ কমাতে প্রতিশ্রুতিবদ্ধ দেশটির সরকার। ২৬ জুলাই সংসদ অধিবেশনে এ মর্মে বিলটি পাস করা হবে। অস্ট্রেলিয়ার আবহাওয়া পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বাওয়েন এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া পরিবর্তন মোকাবেলায় গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) তৈরির দিকে ঝোঁক বেড়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর। এর ধারাবাহিকতায় সুলভ মূল্যের ইভির আমদানি শুল্ক ও কর বাতিল করার বিষয়েও একটি বিল পাস করবে অস্ট্রেলীয় সরকার। দেশটির সরকারি তথ্য বলছে, বর্তমানে অস্ট্রেলিয়ায় মোট গাড়ি বিক্রির মাত্র দেড় শতাংশ ইভি বা হাইব্রিড গাড়ি। অন্যদিকে দেশের মোট কার্বন নিঃসরণের ১০ শতাংশ দায় যাত্রীবাহী গাড়িগুলোর। অস্ট্রেলিয়ার নতুন মধ্য বামপন্থী সরকারের প্রত্যাশা, ২০৩০ সালের মধ্যে দেশটির নতুন গাড়ি বিক্রির ৮৯ শতাংশ হবে ইভি। সরকারি বহরের মধ্যে ৭৫ শতাংশ গাড়ি হবে কার্বন নিঃসরণমুক্ত। সাধারণত প্রতি তিন বছর পর সরকারি গাড়িগুলোর বাজারে বিক্রি করা হয়। ফলে অদূর ভবিষ্যতে একটি সেকেন্ড হ্যান্ড ইভি বাজারও দেখা যাবে দেশটিতে। তবে ৪৩ শতাংশ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য অর্জন সহজ হবে না বলে জানান ক্রিস বাওয়েন। তিনি বলেন, এটি নিশ্চয়তা ও স্থিতিশীলতার বিষয়। বিশেষ করে ব্যবসায় বিনিয়োগকারীদের জন্য। এদিকে অস্ট্রেলিয়ার গ্রিনস দলের নেতা অ্যাডাম ব্যান্ড বলেন, নতুন কোনো কয়লা ও গ্যাস প্রকল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সরকারকে চাপ দেবেন তিনি। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কার্বন নিঃসরণ কমানো ও ইভির ওপর গুরুত্ব বাড়াবে অস্ট্রেলিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ