মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবহাওয়া পরিবর্তনের অভিঘাত ঠেকাতে কার্বন নিঃসরণ বন্ধের দিকে ঝুঁকছে বিভিন্ন প্রতিষ্ঠান। এবার এ তালিকায় নাম লেখালো এলজি ইনোটেক। সম্প্রতি দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক উপাদান নির্মাতা প্রতিষ্ঠানটি ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য ঘোষণা করেছে। খবর কোরিয়া হেরাল্ড। এক বিবৃতিতে এলজি ইনোটেক জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বৈদ্যুতিক চাহিদা পূরণ করার পরিকল্পনা করছে সংস্থাটি। এর মাধ্যমে ২০৪০ সালের মধ্যে নিট জিরো কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের লক্ষ্য অর্জন করা হবে। লক্ষ্য অর্জন করতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোয় সৌরশক্তির ওপর নির্ভরতা বাড়াবে সংস্থাটি। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি সরবরাহকারীদের সাথে চুক্তিও করবে এলজি ইনোটেক। পাশাপাশি কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশনের গ্রিন প্রিমিয়াম প্রকল্পের অধীনে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ ব্যবহারের জন্য অতিরিক্ত অর্থ দেবে ইলেকট্রনিক উপাদান নির্মাতা প্রতিষ্ঠানটি। চলতি বছর সংস্থাটি কেপকোর প্রকল্পের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১৯২ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে। এ পরিমাণ বিদ্যুৎ দিয়ে বছরে ৬৫ হাজার বাড়ির বৈদ্যুতিক চাহিদা পূরণ করা সম্ভব। দেশীয় কারখানাগুলো ছাড়াও বিদেশী কারখানাগুলোয়ও নবায়নযোগ্য জ্বালানির উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা সংস্থাটির। এদিকে ২০৩০ সালের মধ্যে এলজি ইনোটেকের সব গাড়িগুলকে দূষণমুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এ ধারাবাহিকতায় দেশজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) চার্জের জন্য অবকাঠামো নির্মাণ করছে সংস্থাটি। কোরিয়া হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।