মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বজুড়ে আন্তর্জাতিক ব্যাংক ও কাস্টমারদের একাউন্ট হ্যাক করার কারণে উত্তর কোরিয়ার তিনটি হ্যাকিং গ্রæপের বিরুদ্ধে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। ওই গ্রæপ তিনটি হলো ল্যাজারাস গ্রæপ, বøুনোরোফ এবং আন্দারিয়েল। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ অবরোধ দিয়েছে আরজিবির বিরুদ্ধে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, অবরোধের আওতায় আসবে যুক্তরাষ্ট্রে ওই গ্রæপগুলোর সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সম্পদ। তাদের কর্মকাÐ নিষিদ্ধ থাকবে। মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই গ্রæপগুলোর সঙ্গে জেনেশুনে যেসব বিদেশি আর্থিক প্রতিষ্ঠান উল্লেখযোগ্য লেনদেন বা তাদের সেবা নেবে তারাও অবরোধের আওতায় আসবে। টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত আন্ডার সেক্রেটারি সিগাল ম্যান্ডেলকার বলেছেন, ভয়াবহ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মস‚চিতে সমর্থন দিতে এসব হ্যাকিং গ্রæপ সাইবার হামলা চালাচ্ছে। উত্তর কোরিয়ার এসব গ্রæপের বিরুদ্ধে অবরোধ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের দেয়া অবরোধ অব্যাহত থাকবে। আর্থিক নেটওয়ার্কে সাইবার নিরাপত্তা উন্নত করতে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। এর আগে পারমাণবিক অস্ত্র বিষয়ক কর্মস‚চি পরিহার করাতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।