নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হচ্ছে ৩৩তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে সামনে রেখে গতকাল সকালে সাঁতারুদের বয়সের গ্রুপ নির্ধারণ করা হয়। তিনদিন ব্যাপী এ প্রতিযোগিতায় সাঁতারের ১০০ ও ডাইভিংয়ে তিন ইভেন্টে প্রায় আট শতাধিক সাঁতারু অংশ নেবেন। এই একশ’ তিনটি ইভেন্টে পাঁচটি গ্রুপে খেলা হবে। গ্রুপগুলো হলো- অনূর্ধ্ব-১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ বালক-বালিকা এবং ১৮-২০ যুবক-যুবতী।
বয়সভিত্তিক সাঁতারের এবারের আসরে ৪৪ জেলা, ৪৩ সুইমিং ক্লাব, ছয়টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, একটি শিক্ষা বোর্ড, বিকেএসপি ও আনসারসহ ৯৬ টি দলের সাঁতারুরা অংশ নেবেন।
মিরপুর সুইমিং কমপ্লেক্সে স্প্রিং বোর্ড না থাকায় ডাইভিংয়ের তিনটি ইভেন্ট নৌবাহিনীর পুলে অনুষ্ঠিত হবে। ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক ছাড়াও চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকে ট্রফি দেয়া হবে। প্রায় দুইবছর পর জাতীয় বয়সভিত্তিক সাঁতার অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ প্রতিযোগিতা হয়েছিল ২০১৭ সালের অক্টোবরে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।