Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জর্জিয়া আন্দ্রিয়ানির অনুপ্রেরণা অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০১ এএম

ইতালীয় মডেল এবং অভিনেতা-নির্মাতা আরবাজ খানের কথিত প্রেমিকা জর্জিয়া আন্দ্রিয়ানির ডিজিটাল মিডিয়াতে অচিরেই অভিষেক হতে যাচ্ছে। ‘ক্যারোলিন কামাক্ষী’ নামে একটি থ্রিলার সিরিজে তিনি আন্ডারকাভার এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন। অভিনেত্রীটি জানিয়েছেন চরিত্রটি রূপায়নে তিনি অ্যাঞ্জেলিনা জোলিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, বিশেষ করে ‘সল্ট’ চলচ্চিত্রে জোলির অভিনয়কে তিনি অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করছেন। “আমি ‘সল্ট’ চলচ্চিত্রে অ্যাঞ্জেলিনা জোলির চরিত্রটিকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছি। ভাষা থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য পর্যন্ত এটি আমার জন্য খুব চ্যালেঞ্জিং ভূমিকা। তবে আমি আমার সেরাটাই দিয়েছি, আশা করছি দর্শকদের ভাল লাগবে, “ তিনি বলেন। ‘ক্যারোলিন কামাক্ষী’ একটি তামিল ওয়েব সিরিজ। এতে জর্জিয়া ক্যারোলিন নামে একজন আন্ডারকাভার এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। পুডুচেলিতে ছুটি কাটাতে এসে ক্যারোলিনকে একটি গোপন অ্যাসাইনমেন্ট নিতে বাধ্য করা হয়। এই সিরিজে অতীত দিনের তামিল তারকা মিনাও অভিনয় করছেন। মিনার সঙ্গে কাজ করা প্রসঙ্গে জর্জিয়া বলেন,” আমার তামিল অভিষেকে মিনা জির সঙ্গে কাজ করা র সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তিনি খুব ভাল অভিনেত্রী তার চেয়েও ভাল মানুষ।” এই ওয়েব সিরিজটি ছাড়াও জর্জিয়াকে ‘শ্রীদেবী বাংলো’ নামে একটি হিন্দি ফিল্মে দেখা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যাঞ্জেলিনা জোলি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ