Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বন্যাদুর্গতদের পাশে অ্যাঞ্জেলিনা জোলি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে দেশটি সফরে গেছেন হলিউড তারকা ও মানবাধিকার কর্মী অ্যাঞ্জেলিনা জোলি। মঙ্গলবার দেশটিতে পৌঁছে বন্যাকবলিত সিন্ধু প্রদেশের দুর্গত মানুষের সাথে কথা বলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাঞ্জেলিনা জোলি সরেজমিনে দুর্গত মানুষের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির চিত্র অবলোকন করেছেন। মানুষের প্রত্যাশা এবং বিদ্যমান দুর্ভোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে তাদের সাথে কথা বলেছেন তিনি। এর আগে হেলিকপ্টারযোগে সিন্ধু প্রদেশের দাদু এলাকার জমজামা তেলক্ষেত্রে পৌঁছান জোলি। সেখান থেকে নৌকাযোগে জোহি ও সংলগ্ন এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। এর আগে ২০০৫ ও ২০১০ সালে ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করতে পাকিস্তান সফর করেন অ্যাঞ্জেলিনা জোলি। তবে এবার ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির জরুরি অপারেশনের অংশ হিসেবে এ সফরে গেছেন তিনি। হলিউডের এই তারকা অভিনেত্রী পাকিস্তানের জনগণের জন্য প্রয়োজনীয় জরুরি সহায়তার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া আবহাওয়া পরিবর্তন এবং এর ফলে উদ্ভ‚ত দুর্যোগে মানুষের বাস্তুচ্যুত হওয়ার মতো বিষয়গুলোর দীর্ঘমেয়াদি সমাধানের গুরুত্বের ওপর জোর দেবেন তিনি। আইআরসি বলছে, অ্যাঞ্জেলিনা জোলির সফর আবহাওয়া সংকটের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে কাজ করা এবং জরুরি সহায়তা প্রদানে আন্তর্জাতিক স¤প্রদায়কে উদ্বুদ্ধ করবে। আইআরসি পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর শবনম বালোচ বলেন, ‘আবহাওয়া সংকট পাকিস্তানের জনজীবন ও ভবিষ্যৎ ধ্বংস করছে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য এটি মারাত্মক পরিণতি বয়ে নিয়ে আসছে। এই বন্যার ফলে অর্থনৈতিক ক্ষতির কারণে খাদ্য নিরাপত্তাহীনতা এবং নারীর প্রতি সহিংসতা বাড়বে। জরুরি সহায়তা এবং আবহাওয়া পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন।’ ডন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ