Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যাঞ্জেলিনা জোলির নির্যাতনের অভিযোগে ‘মন ভেঙ্গে গেছে’ ব্র্যাড পিটের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

ব্র্যাড পিটের বিরুদ্ধে অ্যাঞ্জেলিনা গার্হস্থ্য সহিংসতার অভিযোগ উত্থাপনের পর তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ ও সন্তানদের অধিকারের মামলা নাটকীয় মোড় নিয়েছে। হলিউডের এই দুই তারকার মধ্যে যখন বোঝাপড়ার চেষ্টা চলছে, তখনই এমন অভিযোগ উঠল। আর জোলি জানিয়েছেন তার কাছে তার দাবির পক্ষে প্রমাণ রয়েছে। তিনি তার তিন সন্তানের পক্ষ থেকে দলিল জমা দিয়েছেন যা সাক্ষ্যপ্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। কথিত নির্যাতনের অভিযোগে তার মন ভেঙ্গে গেলে বলে পিট জানিয়েছেন। ভ্যানিটি ফেয়ার সাময়িকী জানিয়েছে ২০১৬ সালে যখন তারা যখন আলাদা হয়ে যান তখনও একই ধরনের অভিযোগ উঠেছিল। তখন বিষয়টি কর্তৃপক্ষকে জানান হয়, তবে তা প্রমাণিত হয়নি বলে কোনও পদক্ষেপও নেয়া হয়নি। সন্তানদের অধিকার নিয়ে চলমান মামলার প্রক্রিয়ার মধ্যে পিট-জোলির বড় ছেলে ম্যাডক্স সম্প্রতি সাক্ষ্য দেয় আর তা তার বাবার পক্ষে যায়নি। ম্যাডক্স প্রাপ্তবয়স্ক হিসেবেই সাক্ষ্য দিয়েছে এবং নামের শেষে পিট ব্যবহার করেনি বরং জোলি ব্যবহার করেছে, তবে তা আইনসিদ্ধ হয়নি। সে জানিয়েছে নামের শেষে জোলি-পিটের বদলে সে শুধু জোলি ব্যবহার করতে চায়, তবে তা জোলি নিজে সমর্থন করেন না। পিট আর জোলি এখন তাদের ছয় সন্তানের অধিকার নিয়ে মামলা চালিয়ে যাচ্ছেন। তাদের সন্তানরা- ম্যাডক্স (১৯), প্যাক্স (১৭), জাহারা (১৬), শিলো (১৪), নক্স (১২) এবং ভিভিয়েন (১২)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ