বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত ও শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য অভিন্ন নিয়োগ ও পদোন্নতির নীতিমালাকে প্রত্যাখান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধন থেকে তারা এই অভিন্ন নীতিমালা না মানার কথা জানান।
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম বলেন, ‘বর্তমানে বিভিন্ন গণ্যমাধ্যমে প্রকাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ /পদোন্নতি /আপগ্রেডেশনের প্রস্তাবিত অভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের প্রক্রিয়াটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। এজন্য শাবিপ্রবি শিক্ষক পরিবার সর্বসম্মতিক্রমে তথাকথিত অভিন্ন নীতিমালা ও তা বাস্তবায়নের প্রক্রিয়াকে প্রত্যাখান করেছে।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান-সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।