মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রস্তাবিত যে বিলকে কেন্দ্র করে তিন মাস ধরে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে আছে হংকং তা প্রত্যাহারের ঘোষণা দিতে যাচ্ছেন চীনশাসিত নগরীটির প্রধান নির্বাহী ক্যারি লাম। আনুষ্ঠানিকভাবে তিনি এ ঘোষণা দিবেন এমন প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। চীনের ম‚লভ‚খÐে বন্দি প্রত্যর্পণের সুযোগ রেখে প্রস্তাবিত ওই বিলটি প্রত্যাহার করা হতে পারে, হংকংয়ের স্থানীয় গণমাধ্যমগুলোও এমন প্রতিবেদন করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে হংকংয়ের প্রধান নির্বাহীর দপ্তর তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। প্রত্যর্পণ ওই বিলে বিচারের মুখোমুখি করার জন্য হংকংয়ের নাগরিকদের চীনের ম‚ল ভ‚খÐে পাঠানোর সুযোগ রাখা হয়েছিল। এই বিল বাতিলের দাবিতে জুন থেকে হংকংয়ে টানা আন্দোলন চলছে। কখনও কখনও সহিংস হয়ে ওঠা ব্যাপক বিক্ষোভের মুখে আন্দোলনকারীদের শান্ত করতে লাম প্রথমে প্রস্তাবিত বিলকে ‘মৃত ঘোষণা করেন। কিন্তু আন্দোলনকারীরা ওই বিল সম্প‚র্ণ বাতিলের দাবি জানিয়ে ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছে। এই প্রতিবাদ-বিক্ষোভের কারণে সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং গত এক দশকের মধ্যে সবচেয়ে গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।