Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় দফায় লড়বেন না হংকং নেতা ক্যারি ল্যাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম জানিয়েছেন, ‘তিনি দ্বিতীয় দফায় প্রধান নির্বাহী পদে নির্বাচন করবেন না।’ সোমবার এক প্রেস কনফারেন্সে ক্যারি ল্যাম এ ঘোষণা দেন। ক্যারি ল্যাম বলেন, ‘এই সিদ্ধান্ত আমি আমার কাজের মূল্যায়ন বা হংকং সরকারের কর্মদক্ষতার মূল্যায়নের অংশ হিসেবে নিইনি। ব্যক্তিগত ইচ্ছা ও আকাক্সক্ষার জায়গা থেকে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’ পারিবারিক বিষয় সংক্রান্ত বিবেচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন ক্যারি। তিনি বিবাহিত ও তার দুটি ছেলে রয়েছে। ক্যারি ল্যাম বলেন, ‘আমি ফের নির্বাচন না করার বিষয়টি কেন্দ্রীয় সরকারকে জানিয়েছি। তারা আমার অবস্থান বুঝতে পেরেছে। তাই আমি আগেভাগে গণমাধ্যমের মাধ্যমে জনগণকেও বিষয়টি জানিয়ে দিতে চাই।’ সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় দফায় লড়বেন না হংকং নেতা ক্যারি ল্যাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ