মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাসের নিচে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মালির মধ্যাঞ্চলের সহিংসতা কবলিত মোপতি অঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘরে তৈরি ওই ‘ল্যান্ড মাইন’ বিস্ফোরণে আরও ২৪ জন আহত হয়েছেন বলে মালির নিরাপত্তামন্ত্রী জানিয়েছেন। ঘটনার সময় বাসটিতে ৬০ জন যাত্রী ছিল। মোপতির যে এলাকায় স্থানীয় নৃগোষ্ঠীর জঙ্গিরা নিয়মিত প্রতিদ্ব›দ্বী গোষ্ঠীগুলোর বেসামরিকদের হত্যা করে এবং যেখানে ইসলামপন্থি জঙ্গিরাও সক্রিয় সেই এলাকা দিয়ে যাওয়ার সময় বোমাটি বিস্ফোরিত হয়। নিরাপত্তামন্ত্রী সালিফ ট্রাওরে বলেছেন, “১৪ জন নিহত ও ২৪ জন আহত হওয়ার খবর পেয়েছি আমরা। আহতদের মধ্যে সাত জনের অবস্থা সঙ্কটজন।” ঘটনার বিষয়ে এবং কারা এ হামলা চালাতে পারে সে বিষয়ে আর কোনো কথা বলেননি তিনি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।