Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সখিপুরে দেওয়ান বেকারির মালিককে ৪০হাজার টাকা জরিমানা

সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৯, ৫:১৮ পিএম

টাঙ্গাইলের সখিপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে ‘দেওয়ান বেকারি’ নামের এক বেকারির কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে পৌরশহরের ক্যাপ্টেন মোড় এলাকায় অবস্থিত ওই বেকারির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, পৌরশহরের ক্যাপ্টেন মোড় এলাকায় দেওয়ান বেকারি মালিক মো. মিন্টু দেওয়ান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্যের মধ্যে রং বা দেহের ক্ষতিকারক পাউডার মিশিয়ে বেকারির পণ্য তৈরি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই বেকারি কারখানায় অভিযান চালায় এবং ৪০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুধু দেওয়ান বেকারি নয় সখিপুরের প্রতিটি বেকারিতেই ক্ষতিকারক পাউডার ব্যবহার করে ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির মালামাল তৈরী করে থাকে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা জান্নাত তাহেরা বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বেকারির পণ্য তৈরি করায় ওই বেকারির মালিক হাজী মো. মিন্টু দেওয়ানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ