মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে দ্বিতীয় নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ৩টার পর পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি মিডল্যান্ড হাইওয়ের এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিবিসি জানিয়েছে, হাইওয়েতে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটির দুই পুলিশ কর্মকর্তা বন্দুকধারীর গাড়িটি থামালে তাদেরই প্রথম গুলি করে বন্দুকধারী। এরপর সে গাড়ি চালিয়ে এগিয়ে গিয়ে বিভিন্ন স্থানে গাড়িতে থাকা লোকজন ও পথচারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে সে তার গাড়ি ফেলে একটি পোস্টাল ট্রাক চুরি করে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে নিহত হয় সে। মধ্য ত্রিশের শ্বেতকায় এই বন্দুকধারীর হামলার উদ্দেশ্য পরিষ্কার হয়নি। চার সপ্তাহ আগে টেক্সাসের এল পাসোতে আরেক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ২২ জন নিহত হয়েছিল। এবারের ঘটনায় যে ২১ জন আহত হয়েছেন তাদের মধ্যে তিন জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। আহতদের সবাই গুলিতে জখম হয়েছেন এমন নয়, তাদের অনেকে গুলির আঘাতে ভেঙে যাওয়া গাড়ির গøাসের আঘাতেও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ওডেসা মেডিকেল সেন্টার হাসপাতাল জানিয়েছে, সেখানে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে দুই বছরের কম বয়সী একটি শিশুও ছিল। এখানে ভর্তি হওয়া সাত আহতের অবস্থা সঙ্কটজনক ও আরও দুই জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে তারা। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।