Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরিডায় জরুরি অবস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৯, ১২:২৮ এএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডোরিয়ান। এ জন্য সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত থাকা পুয়ের্তো রিকোকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিপ্রবণ স্থানগুলোর অন্যতম বলে বুধবার উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। দেউলিয়া ঘোষণার আবেদন করার মাত্র কয়েক মাস পরে ২০১৭ সালে ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যায় পুয়ের্তো রিকো। ওই ঘূর্ণিঝড়ে তখন প্রায় ৩০০০ মানুষ নিহত হন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে তারা এখনও লড়াই করছে। তার ওপর দক্ষিণপূর্ব থেকে ধেয়ে আসছে ডোরিয়ান। তা ফ্লোরিডাকেও আঘাত করবে।
মঙ্গলবার পুয়ের্তো রিকোতে জরুরি অবস্থা ঘোষণাকে অনুমোদন দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার অধীনে থাকা এই ভূখন্ডের বিষয়ে টুইট করেন। পাশাপাশি ফ্লোরিডাতেও ঘোষণা করা হয় জরুরি অবস্থা। ট্রাম্প লিখেছেন, পৃথিবীতে সবচেয়ে দুর্নীতিপরায়ণ স্থানগুলোর মধ্যে পুয়ের্তোরিকো অন্যতম। তাদের রাজনৈতিক সিস্টেম ভেঙে পড়েছে। তাদের রাজনীতিকরা হয়তো অপদার্থ অথবা দুর্নীতিবাজ। এর আগে কংগ্রেস কোটি কোটি ডলার অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, পুয়ের্তো রিকোর নেতাদের বিরোধের একটি ইতিহাস আছে ট্রাম্পের। ২০১৭ সালের ঘূর্ণিঝড়ে পুয়ের্তো রিকোতে যে ধ্বংসলীলা হয় তার এক জবাবের জন্য ট্রাম্পের কড়া সমালোচনা করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ