মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভুটানের প্রকল্পে বিনিয়োগ করবে কানাডা সরকার। কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভের মাধ্যমে এ বিনিয়োগ করা হবে। ভুটানে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত নাদির প্যাটেল গত সপ্তাহে ভুটান সফর করেন। তিনি বলেন, তার দেশের সরকার ভুটানের তিনটি প্রকল্পে ২.৭ মিলিয়ন বিনিয়োগ করবে, যে প্রকল্পগুলো চলতি বছরে বাস্তবায়িত হবে। স্বাস্থ্যসেবা, দক্ষতা বৃদ্ধি ও লিঙ্গকেন্দ্রিক সরকারী সেবা বৃদ্ধির মাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে এই তহবিল ব্যবহার করা হবে। ভুটান ক্যান্সার সোসাইটি, হ্যান্ডিক্র্যাফ্টস অ্যাসোসিয়েশান অব ভুটান এবং রয়্যাল ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টকে এই তহবিল দেয়া হবে। রাষ্ট্রদূত বলেন যে, তারা একই সাথে ভুটানকে প্রযুক্তিগত সহযোগিতা দেয়ার বিষয়টি নিয়েও ভাবছেন। ‘এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে কিন্তু আমরা এর মধ্যে সম্ভাবনা দেখতে পাচ্ছি’। তিনি বলেন যে কানাডার আন্তর্জাতিক সহায়তা অগ্রাধিকার এবং আন্তর্জাতিক নারীবাদী সহায়তা নীতিমালা অনুসারে এই প্রকল্পগুলো বাছাই করা হয়েছে। এর অধীনে লিঙ্গ বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন, নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং মাতৃকালীন স্বাস্থ্যসেবার মতো খাতগুলোকে গুরুত্ব দেয়া হয়। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।