নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
৩২টি ইভেন্টে প্রায় পাঁচশ’ অ্যাথলেটের অংশগ্রহণে শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ট্রাষ্ট ব্যাংক জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। প্রতিযোগিতায় পুরুষদের ২২টি ও নারীদের ১৪টি ইভেন্টে খেলা হবে। দেশের ৬৪ জেলা, বিভাগ, বিশ্ববিদ্যাল্যয়, শিক্ষাবোর্ড, সংস্থার অ্যাথলেটরা অংশ নেবেন দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায়।
ইলেকট্রনিক্স টাইমিংয়ে হবে এই আসর। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটির এইটাই প্রথম প্রতিযোগিতার আয়োজন। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘আমরা মাঠে রয়েছি এটাই আমাদের নতুনত্ব। নির্বাচনের পর অনেকে অনুরোধে করেছিল সামার মিট পেছাতে। অ্যাথলেটিক্সের স্বার্থে আমরা পেছাইনি। খেলা সূচি অনুযায়ী রেখেছি।’
সভাপতি এএসএম আলী কবির বলেন, ‘নতুন কমিটি কিছু দিনের মধ্যেই আপনাদের সামনে আসব। রোডম্যাপ নিয়ে আলোচনা করবে।’ ডিসেম্বরে নেপালে সাউথ এশিয়ান (এসএ) গেমস। এসএ গেমসে সাম্প্রতিক সময়ে অ্যাথলেটিক্সে তেমন সাফল্য নেই। এই সামার মিট এসএ গেমসের বড় ট্রায়াল ক্ষেত্র হিসেবে দেখছেন অ্যাথলেটিক্সের কর্মকর্তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।