Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লালপুরে দিনমজুরের আত্মহত্যা!

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৯, ৭:২০ পিএম

নাটোরের লালপুরে নুরুল সরদার ওরফে নুরু পাগল (৪০) নামের এক দিনমজুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সে উপজেলার নবীনগর গ্রামের বয়েত আলী সরদারের ছেলে। রবিবার (২৫ আগষ্ট) রাতের কোন এক সময় নবীনগর গ্রামের নিজ ঘরেই আত্মহত্যা করেন নুরু পাগল।
স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার রাতে নিজ ঘরে ঘুমাতে যান নুরু। পরে আজ সোমবার সকালে নুরু ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা অনেক ডাকা ডাকি করেও কোনা সাড়া না পেলে ঘরের ভেতরে দেখে নুরু গলায় ফাঁস দিয়ে আত্মতহ্যা করেছে। পরে লালপুর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ।
এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতল মর্গে প্রেরণ করা হয়েছে ও লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ