Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে নিখোঁজ কলেজছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

নগরীর চকবাজারের ডিসি রোডের আবু কলোনী থেকে ফাহিম (২১) নামের এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ডবলমুরিং থানার দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের প্রথম বর্ষের ছাত্র। গতকাল শুক্রবার দুপুরে আবু কলোনীর একটি বাসার পরিত্যক্ত পানির ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে কুপিয়ে হত্যার পর লাশ পরিত্যক্ত ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন দৈনিক ইনকিলাবকে বলেন, ফাহিমের বাসা নগরীর বাকলিয়ার বলির হাটে। আবু কলোনীতে তার নানার বাসা। ফাহিমের পরিবার জানিয়েছে গত ২০ আগস্ট থেকে সে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার এই ঘটনায় চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। ঘটনার তদন্ত শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

চকবাজার থানার এস আই আরিফুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, লাশ প্রায় গলে গেছে। তার পেটে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যার পর লাশ ওই খালি ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দুগর্ন্ধ পেয়ে লোকজন পুলিশে খবর দিলে পুলিশ পরিত্যক্ত পানির ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করে।

বাড়ির দুতলা থেকে নীচতলা পর্যন্ত লম্বা ওই ট্যাঙ্কটি খালি ছিলো। বাড়ির মালিক জানিয়েছেন তিনি এটি দীর্ঘদিন গুদাম হিসাবে ব্যবহার করেছেন। পাশেই ফাহিমের নানার বাড়ি।
তার লাশ এখানে কিভাবে এলো তাও তদন্ত করছে পুলিশ। ফাহিমের বাবার নাম আনোয়ার হোসেন। তিনি সিঅ্যান্ডএফ ব্যবসা করেন বলেও জানান এসআই আরিফুর রহমান। নিখোঁজের তিনদিন পর সন্তানের লাশ পেয়ে আহাজারি করছেন ফাহিমের পিতা-মাতাসহ স্বজনেরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ