Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর ডেস্ক গঠন করেছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম

ভারত যদি কাশ্মীরের অবরুদ্ধ অবস্থা থেকে বিশ্বের মনযোগ সরিয়ে নিতে কোন ধরনের দু:সাহস দেখায় তাহলে পাকিস্তান সেনাবাহিনী ও সরকার দেশকে রক্ষার জন্য প্রস্তুত রয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি শনিবার এ কথা বলেন। তিনি আরো জানান যে পাকিস্তান সরকার বিশ্বের বিভিন্ন দেশে সরকারের কাছে কাশ্মীরবাসীর দুর্দশা তুলে ধরতে লবিং জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখার (আইএসপিআর) প্রধান মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন কোরেশি। এসময় তিনি নতুন পরিস্থিতির রাজনৈতিক ও সামরিক দিকগুলো তুলে ধরেন। কাশ্মীরের ব্যাপারে ভারতের সা¤প্রতিক কর্মকাÐ আমলে নিতে পাকিস্তানের আহŸানে ওআইসি ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইতিবাচক সাড়া দিয়েছে। কোরেশি বলেন, পাঁচ দশক পর নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপিত ও আলোচনা হয়েছে। এটা একটি বড় অগ্রগতি। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাশ্মীর


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ