Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৯, ৪:৩২ পিএম

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে শান্তির প্রতীক পায়রা-বেলুন উড়িয়ে এবং কেক কর্তনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে দলের নেতা-কর্মীরা। সোমবার সকাল ১১টায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির জেলার আহবায়ক এবি.এম মাজেদুর রহমান জুয়েল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারর্পাসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পৌর মেয়র এড. একে এম মাহবুবর রহমান, বিশেষ অতিথি ছিলেন বগুড়া ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, আলী আজগর তালুকদার হেনা, কে.এম খায়রুল বাশার, সহিদ উন নবী সালম, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মণি, শামিমা আক্তার পলিন, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গির আলম, আবু হাসান, নুরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যহার দাবি জানিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বেচ্ছাসেবক দল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ